২৪ জিম্মির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
১৩ ইসরায়েলি, ১০ থাই এবং একজন ফিলিপিনো।
হামাস শুক্রবার গাজায় রেড ক্রসের কাছে ২৪ জিম্মিকে হস্তান্তর করেছে, যার মধ্যে ১৩ ইসরায়েলি, ১০ থাই এবং একজন ফিলিপিনো। পাশাপাশি ৩৯ ফিলিস্তিনি বন্দিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির অধীনে এ বিনিময় হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে লিখেছেন, ‘যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাই নাগরিক এবং একজন ফিলিপিনো নাগরিক রয়েছে।
আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছে, ‘থাই পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর এবং কাতার ও মিসরীয়দের মধ্যস্থতার প্রচেষ্টার পর তাদের মুক্তি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া ইসরায়েলি কারাগারে আটক ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দিকেও জিম্মি বিনিময়ের চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান আল আনসারি।