পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত
৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে শুরু হওয়া মাসব্যাপী যুদ্ধে নিহত কয়েক ডজন সাংবাদিকের মধ্যে মোহাম্মদ আবু হাসিরা সর্বশেষ। হাসিরার সঙ্গে তার পরিবারের আরো ৪২ সদস্যও সেই হামলায় প্রাণ হারিয়েছে।
বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের কাছে অবস্থিত হাসিরার বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়।
এতে হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়, যার মধ্যে হাসিরার ছেলে ও ভাইও রয়েছে। গাজা উপত্যকায় হামাস পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রবি ও সোমবারের মধ্যবর্তী রাতে চালানো বোমা হামলায় আবু হাসিরা নিহত হয়েছেন। তবে তার মৃতদেহ মঙ্গলবার ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায়।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) সোমবার বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী (৩২ ফিলিস্তিনি, চার ইসরায়েলি, এক লেবানিজ) নিহত হয়েছেন।
জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে এবং গাজায় নিরলস হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।