তাজমহলের রং বদল: ভারতীয় সুপ্রিম কোর্টের উদ্বেগ

তাজমহলের রং বদলের খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সুপ্রিম কোর্ট। এই সমস্যা সমাধানে প্রয়োজনে বিদেশিদের সহায়তা নিতে সরকারকে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি তাজমহলের রং বদলকে উদ্বেগজনক পরিবর্তন হিসেবেও অভিহিত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট ভারত সরকারের উদ্দেশে বলেছে, আপনাদের বিশেষজ্ঞ আছে কিন্তু তার ব্যবহার আপনারা করছেন না। কিংবা বিষয়টিকে আপনারা গুরুত্বই দিচ্ছেন না।

আদালত বলছে, সপ্তদশ শতকে সাদা মার্বেল পাথরে তৈরি এই স্থাপনা ইতিমধ্যেই হলুদ আকার ধারণ করেছে। দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মল তাজমহলের এ অবস্থার জন্য দায়ী বলে মনে করা হয়।

পরিবেশবাদীদের জমা দেওয়া ছবি পরীক্ষা নিরীক্ষা করে  সরকারকে ভারত কিংবা প্রয়োজনে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞদের এনে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত। এর আগে, ভারত সরকার তাজমহলের আশপাশের অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছিল। 

জানা গেছে, আগামী ৯ মে আদালতে তাজমহল বিষয়ে আবার শুনানি হবে।  

প্রসঙ্গত, মুগল সম্রাট শাহজাহানের সময়ে আগ্রা শহরে তৈরি হয়েছিল তাজমহল। প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ বেড়াতে যান সেখানে। 

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button