‘এভার গিভেন’ সফলভাবে পাড়ি দিল সুয়েজখাল

গত মার্চ মাসে সুয়েজ খাল অবরোধ করে যে বিশাল কনটেইনার জাহাজ বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করে সেটি কোনরকম দূর্ঘটনা ছাড়াই ফিরতি পথে খালটি পেরিয়ে গেছে। 

সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ) জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে কয়েকটি জাহাজের মধ্যে এই এভার গিভেন জাহাজও ছিল। জাহাজটি ইউরোপে পণ্য পরিবহন শেষ করে এশিয়ার পথে ফিরে যাচ্ছে।

জাহাজটি আড়াআড়িভাবে আটকে গিয়ে ছয়দিনের জন্য সুয়েজ খাল বন্ধ করে দেয়। জাহাজটি উদ্ধারের ঘটনায় একজনের মৃত্যুও হয়েছিল। উদ্ধারের পর জাহাজটি তিন মাসের জন্য আটক করা হয় । পরবর্তীতে মিশর এবং এভার গিভেনের মালিকদের মধ্যে ক্ষতিপূরণ চুক্তি হয়। ক্ষতিপূরণ বাবদ ৫৫০ মিলিয়ন ডলার দেয়ার তথ্য জানায়ে সুয়েজ খাল কর্তৃপক্ষ। 
এসসিএ জানায়, এভার গিভনকে দুটি টগবোট এবং সিনিয়র এসসিএ গাইড দ্বারা ১৯৩ কিলোমিটার (১২০ মাইল) খালের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

শুক্রবার (২০ আগস্ট) খাল দিয়ে উত্তর থেকে দক্ষিণে যায় ২৬ টি জাহাজ আর উল্টো দিকে যায় ৩৬টি। 

বিশ্বের অন্যতম বড় কন্টেইনার জাহাজ দ্য এভার গিভেন রটারডাম, ফেলিক্সটোও এবং হামবুর্গে তার ১ হাজার ৩০০ কন্টেইনার সরবরাহ করে এখন চীন ভ্রমণ করছে।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button