ইমরানের বিরুদ্ধে ব্যভিচারের মামলা

বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা ইসলামাবাদের আদালতে মামলাটি করেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে প্রতরণামূলক বিয়ে ও ব্যভিচারের মামলা করা হয়েছে। বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা গত শনিবার রাজধানী ইসলামাবাদের একটি আদালতে মামলাটি করেন। গত সপ্তাহে মানেকা অভিযোগ করেন, বুশরার সঙ্গে তাঁর বৈবাহিক জীবন ধ্বংসের জন্য ইমরান খান দায়ী। তবে এই অভিযোগের কড়া সমালোচনা করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

মামলায় ইমরান ও বুশরার বিরুদ্ধে ৩৪, ৪৯৬ (প্রতারণামূলক বিয়ে) ও ৪৯৬খ (ব্যভিচার) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত এই মামলায় তিন সাক্ষীর প্রতি নোটিশ জারি করেছেন। তাঁরা হলেন ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টির সদস্য আউন চৌধুরী, বিয়ে পরিচালনাকারী মুফতি মোহাম্মদ সায়েদ এবং মানেকার বাড়ির কর্মচারী লতিফ। তাঁদের আগামীকাল মঙ্গলবার আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র
দ্য ডন

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button