হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ

মাহাথিরের পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথির হাসপাতালে ভর্তি রয়েছেন।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ মাহাথিরের ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, মাহাথিরের পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে।

মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, মাহাথির মুহাম্মদকে পূর্ণ মেডিকেল চেক-আপ করা হবে। এছাড়া তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

যদিও ঠিক কোন সমস্যার কারণে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। তার মুখপাত্রও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে মাহাথির মোহাম্মদের হৃদরোগের সমস্যা দেখা দিয়েছিল। এর আগে তার হার্ট অ্যাটাক হয় এবং বাইপাস সার্জারিও করানো হয়েছে।

সূত্র
রয়টার্স

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button