Site icon World 24 News Network

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলা

সংগৃহীত

সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের পাশাপাশি দক্ষিণের নাজরান ও জাজান শহরে  ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শনিবার ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে ক্ষেপণাস্ত্র তিনটি কোনো লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি। এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সৌদি নেতৃত্বাধীন জোট ইরান সমর্থিত ‍হুথি গোষ্ঠীকে দায়ী করেছে।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, দাম্মাম শহরে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে এতে  দুই শিশু আহত হয়েছে। এছাড়া আরও প্রায় ১৪টি আবাসিক ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এর আগেও সৌদির বিভিন্ন স্থানে হামলার দায় স্বীকার করেছে তারা।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৫ সালে ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এরপর থেকেই হুথিদের লক্ষ্যবস্ততে পরিণত হয়েছে সৌদি আরব।

Exit mobile version