Site icon World 24 News Network

শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের নিন্দা করে বিষ আখ্যা দিলেন বাইডেন

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কের বাফেলো সফরের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ধারণার নিন্দা করেছেন। শরীরের রাজনীতির মধ্য দিয়ে প্রবাহিত এটা একটা বিষ বলেও মন্তব্য করেছেন বাইডেন।

স্থানীয় সময় গত শনিবার বাফেলো শহরের একটি সুপারমার্কেটে ১০ জন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনাকে জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত ঘৃণামূলক অপরাধ বলে মনে করা হচ্ছে।

অনলাইনে পোস্ট করা নথিতে নিজেকে ফ্যাসিবাদী ও শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী বলে দাবি করেছে ১৮ বছর বয়সী সন্দেহভাজন।

মঙ্গলবার বাইডেন বলেছেন, ওই তরুণ ঘৃণায় বিশ্বাসী সংখ্যালঘুদের একজন। বন্দুক হামলায় হতাহতদের পরিবারের ও স্বজনদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি।

বাইডেন বলেছেন, শ্বেতাঙ্গ আধিপত্য শেষ কথা হবে না।

জো বাইডেন বলেছেন, যারা যুক্তরাষ্ট্রকে ভালোবাসার ভান করেন, তাদের অক্সিজেনের বড় উৎস ঘৃণা ও আতঙ্ক। তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না।

তিনি আরো বলেন, ক্ষমতা, রাজনৈতিক স্বার্থ ও সুবিধা পাওয়ার জন্য মিথ্যা ছড়ানোর নিন্দা জানাচ্ছি। আমরা এবার আর নীরব থাকতে পারছি না।

Exit mobile version