শাইখুল আযহারের মানবিক আহবান
অধ্যাপক ডঃ আহমদ তাইয়েবের বেদনার্ত হৃদয় থেকে ডাক
সিরিয়া ও তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের ভয়ঙ্কর দৃশ্য দেখে আমাদের হৃদয় বেদনায় ভেঙ্গে গেল। অবরুদ্ধ ও পীড়িতদের ত্রাণের জন্য, আহত ও গৃহহীনদের সাহায্য করার জন্য এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে সবাইকে ছুটে যাওয়ার জন্য আমি সমগ্র বিশ্বের প্রতি আহ্বান জানাই। হে রাব্বুল আলামিন! আপনার অসহায় দুর্বল বান্দাদের প্রতি রহম করুন।