মিসরের ১১ সেনা নিহত

সিনাই উপত্যকায় সশস্ত্র হামলা

সিনাই উপত্যকায় সশস্ত্র হামলায় মিসরের সেনাবাহিনীর একজন কর্মকর্তাসহ ১১ জন সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সুয়েজ খালের পূর্বদিকে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী ওপর জঙ্গি হামলার ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার সেনাবাহিনীল ওই মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, সিনাই উপত্যকায় সন্ত্রাসীদের রুখতে অভিযান চালানো হচ্ছে। সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় সন্ত্রাসীদের ধাওয়া করে ঘেরাও করা হচ্ছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ-আল-সিসি তাঁর দেশের সেনা সদস্যদের নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

মিসরের সামরিক বাহিনী হামলার সুনির্দিষ্ট জায়গা স্পষ্ট করে জানায়নি। উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা জানিয়েছেন, ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে হামলার ঘটনা ঘটেছে, যা সুয়েজ খাল থেকে পূর্ব দিকে বিস্তৃত।

সূত্র
আল-জাজিরা

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button