Site icon World 24 News Network

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন আসন্ন

সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

এর আগে ১০ অক্টোবর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব। এ নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটবে বলে আশা ব্যক্ত করেছেন ইয়াকব।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল গণি সালেহ জানান, আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।

আসন্ন এ নির্বাচনটি ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মালয়েশিয়ায় বর্ষা মৌসুম চলছে, যা ইতিমধ্যে দেশজুড়ে বন্যার সূত্রপাত করেছে। তাই বন্যার কারণে ভোটারদের ভোটদান প্রভাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় দুই কোটি ১০ লাখ। সংসদের ২২২টি আসনের মধ্যে যে দল বা জোট ১১২টি আসন জিতবে তারাই দেশটিতে পরবর্তী সরকার গঠন করবে।

Exit mobile version