ব্রাজিলে বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা ১৪৬, নিখোঁজ দুই শতাধিক
নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।
ব্রাজিলের পেত্রপোলিসে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে গত চার দিনে অন্তত ১৪৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজদের সন্ধান বাধাগ্রস্ত হচ্ছে।
মুষলধারে বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা গতকাল স্থানীয় সময় শনিবার বেশ কয়েকবার তাঁদের কাজ স্থগিত করতে বাধ্য হয়েছিলেন।
তাঁরা বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছে।
সরকারিভাবে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে অন্তত ২৭ জন শিশু এবং কিশোর রয়েছে। এছাড়া ১৯১ জন নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন সরকারি কর্মকর্তারা।
বাড়ি, বিদ্যালয় এবং আশ্রয়কেন্দ্রে ৯০০ জনের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। গতকাল শনিবার নানাভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে গেছে সংশ্লিষ্টরা। উদ্ধারকারীদের সঙ্গে যুক্ত হয়েছে ৪১টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর।
দমকল বাহিনীর কর্মকর্তা আমারাল বলেছেন, এখানে ভারী যন্ত্র নিয়ে আসা প্রায় অসম্ভব। সে কারণে পিঁপড়ার মতো কাজ করতে হচ্ছে আমাদের। ধীরে ধীরে উদ্ধার কাজ চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেছেন, চার দিন আগের ভূমিধসে প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রবিবার অন্যান্য এলাকা থেকে উদ্ধার কাজে আরো প্রায় ৪০০ জন যুক্ত হওয়ার কথা রয়েছে।