Site icon World 24 News Network

পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

শহীদ সাংবাদিক মুহাম্মাদ আবু হাসিরা ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত এবং অপর একজন আহত হয়েছেন বলে মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা জানিয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে শুরু হওয়া মাসব্যাপী যুদ্ধে নিহত কয়েক ডজন সাংবাদিকের মধ্যে মোহাম্মদ আবু হাসিরা সর্বশেষ। হাসিরার সঙ্গে তার পরিবারের আরো ৪২ সদস্যও সেই হামলায় প্রাণ হারিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে জেলেদের বন্দরের কাছে অবস্থিত হাসিরার বাড়ি লক্ষ্য করে ইসরায়েল বোমা হামলা চালায়।

এর আগে সরকারি ফিলিস্তিনি টিভি স্টেশন বৃহস্পতিবার জানায়, গাজা উপত্যকায় তাদের একজন সংবাদদাতা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় শাসনকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা করলে যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের হামলায় এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। সেই সঙ্গে ২৪০ জনেরও বেশি মানুষকে হামাস জিম্মি করে নিয়ে গেছে।
Exit mobile version