দেশ ও বিশ্ববাসির জনপ্রিয় প্রধানমন্ত্রীর দায়িত্ববোধ

জাসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডের ক্ষমতা থেকে পদত্যাগ করবেন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আগামী মাসে তিনি পদত্যাগ করবেন এবং এই বছর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আগামী মাসের (ফেব্রুয়ারির ) ৭ তারিখের মধ্যেই পদত্যাগ করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ছয়টি ‘কঠিন বছরের’ প্রতিকূল পরিস্থিতির বর্ণনা দিয়ে আরডার্ন বলেন, তিনি আর চালিয়ে যাওয়ার মতো ‘প্রাণশক্তি পাচ্ছেন না’।

স্থানীয় সময় বৃহস্পতিবার জাসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন। এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জাসিন্ডা আরডার্ন পরাজিত করেন ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। করোনাভাইরাস মহামারীর সফল ব্যবস্থাপনার কারণে জাসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।

সূত্র
আল জাজিরা ও বিবিসি

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button