গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়

শুক্রবার সকাল ৭ টা থেকে পরবর্তী ৪ দিনের জন্য

মিসরীয় স্টেট ইনফরমেশন সার্ভিস (এসআইএস) এর চেয়ারম্যান দিয়া রাশওয়ান নিশ্চিত করেছেন যে গাজা উপত্যকায় সম্মত হওয়া যুদ্ধবিরতির বিষয়ে সমস্ত পক্ষের সাথে মিশরীয় যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রয়েছে।

রাশওয়ান ব্যাখ্যা করেছেন, বর্তমানে যে বিষয়ে পরামর্শ করা হচ্ছে, তা হল যুদ্ধবিরতি চুক্তিটি দুই পক্ষের দ্বারা বাস্তবায়ন এবং মেনে চলার জন্য প্রয়োজনীয় বিশদ কার্যনির্বাহী পদ্ধতি।

এসআইএস চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে, এই মিশরীয় যোগাযোগ এবং পরামর্শের পথ অনুসারে আশা করা হচ্ছে যে যুদ্ধবিরতি, তার সমস্ত শর্ত সহ, আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

অপরদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বৃহস্পতিবার দোহায় সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার সকাল ৭টায় (স্থানীয় সময়) বিরতি শুরু হবে এবং বেসামরিক জিম্মিদের প্রথম ব্যাচকে একই দিনে আনুমানিক বিকেল ৪টায় হস্তান্তর করা হবে।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি

আল-আনসারি জানিয়েছেন, ১৩ জনকে প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হবে, যাদের সবাই একই পরিবারের নারী ও শিশু। চার দিনের মধ্যে মোট ৫০ জনকে মুক্তি দিতে সম্মত হওয়ায় ‘অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে।

সূত্র
sis.gov.eg এএফপি, বিবিসি,

ঈসা আহমাদ ইসহাক

সহযোগী সম্পাদক : নিউজ বিভাগ এবং প্রধান অনুবাদক: আরবী বিভাগ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button