Site icon World 24 News Network

খোদ রাশিয়া সহ সারাবিশ্বে নিন্দার ঝড় ও যুদ্ধ বন্ধের আহ্বান

ইউক্রেনের সমর্থনে বিশ্বের স্মৃতিস্তম্ভগুলো আলোকিত

রাশিয়ার আগ্রাসনের ঘটনায় ইউক্রেনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিশ্বব্যাপী স্মৃতিস্তম্ভগুলোতে সে দেশের পতাকার রঙে আলোকিত করা হয়েছে।

ব্রিটেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরিসহ বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনের সমর্থনে স্মৃতিস্তম্ভগুলো আলোকিত করা হয়েছে। শুক্রবার এ আয়োজনের মধ্য দিয়ে রুশ আগ্রাসনের প্রতিবাদ করা হয়েছে।

ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে রাশিয়ায় হাজার হাজার মানুষ একাধিক শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

রাশিয়ার বৃহত্তম দুই শহর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে হাজার হাজার বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে।

তাঁরা ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। প্ল্যাকার্ডে রাশিয়ার পদক্ষেপের নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলের সাইবেরিয়াতেও বিক্ষোভ হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ।

বিবিসি বলেছে, এক হাজার আট শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। মস্কোতে বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে দাঙ্গা পুলিশ।

Exit mobile version