Site icon World 24 News Network

৩ হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলো ফ্রান্স

ফ্রান্সে নির্ধারিত সময়সীমার মধ্যে করোনার টিকা না নেওয়ায় কয়েক হাজার স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিনা বেতনে এ সপ্তাহে তাদের বরখাস্ত করা হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মী যারা টিকা নেননি, এরকম তিন হাজার জনকে গতকাল বুধবার নোটিস দেওয়া হয়।

ভেরান জানান, করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রান্সে ২৭ লাখ স্বাস্থ্যকর্মী কাজ করে যাচ্ছেন।। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী এবং ফায়ার সার্ভিস কর্মীদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে বলে আল্টিমেটাম দেন। টিকা না নিলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার কড়া হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।

দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে জানিয়েছে, হাসপাতালের ১২ শতাংশ স্টাফ এবং ৬ শতাংশ বেসরকারি চিকিৎসক এখনো টিকা নেননি।

Exit mobile version