২০ মার্চ ছিল আন্তর্জাতিক সুখ দিবস। এই দিনে বিশ্বের সুখী দেশগুলোর প্রতিবেদন প্রকাশ্যে এলো। জাতিসংঘের প্রকাশিত চলতি বছরের বিশ্বের সুখী দেশের তালিকায় টানা ষষ্ঠবারের মতো সবচেয়ে সুখী দেশের খেতাব জিতেছে ফিনল্যান্ড।
গতকাল সোমবার বিশ্বের সুখী দেশ-২০২৩ শীর্ষক এই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় ২৩ ধাপ অবনতি ঘটেছে।
এশিয়ায় বাংলাদেশের নাগরিকদের তুলনায় সুখে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা।
সুখী দেশের তালিকা করতে ছয়টি বিষয়কে বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভ‚তি, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা।
প্রতিবেদনটিতে বিশ্বের সবচেয়ে বেশি অসুখী দেশের তালিকাও দেওয়া হয়েছে। অসুখী দেশের মধ্যে সবার উপরে আছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও দ্বিতীয় স্থানে লেবানন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিয়েরা লিওন, জিম্বাবুয়ে এবং কঙ্গো।
অসুখী দেশের তালিকায় বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে আছে ভারত। এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১২তম।