ফিনল্যান্ডে রাশিয়ার শরণার্থী
ইইউতে শরণার্থী পাঠিয়ে চাপ সৃষ্টি করতে চাইছে রাশিয়া
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স বৃহস্পতিবার জানিয়েছে, তারা ফিনল্যান্ডে ৫০ জন কর্মী মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে দেশটির পূর্ব সীমান্তে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে ইইউর সংস্থাটি।
সীমান্তরক্ষী ও অন্যান্য কর্মী ছাড়াও ‘ফিনল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করতে’ টহল গাড়ির মতো সরঞ্জাম পাঠানোর কথাও জানিয়েছে ফ্রন্টেক্স। তারা একটি বিবৃতিতে বলেছে, ‘পরের সপ্তাহের মধ্যেই’ শক্তিবৃদ্ধি করতে এদের মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ফিনল্যান্ড বুধবার বলেছে, তারা অনথিভুক্ত শরণার্থীদের আগমনের সম্মুখীন হওয়ার রাশিয়ার সঙ্গে তাদের উত্তরতম সীমান্ত ক্রসিং ব্যতীত সব ক্রসিং বন্ধ করে দেবে।
লেইজটেন আরো বলেছেন, এই সহযোগিতা ইঙ্গিত দেয়, জটিল সীমান্ত সমস্যার সম্মুখীন হলে ইউরোপ ঐক্যবদ্ধ থাকে, বাস্তব পদক্ষেপের মাধ্যমে সমর্থন প্রদান করে।