Site icon World 24 News Network

দিল্লির আদালতে গ্যাংস্টার-যুদ্ধ ও গুলিবৃষ্টি, নিহত ৩

ভারতে দিল্লির আদালতে পাল্টাপাল্টি গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন নারী আইনজীবীসহ আরো কয়েকজন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় দিল্লির কুখ্যাত জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে।

উত্তর দিল্লির রোহিনীতে আদালতকক্ষের মধ্যেই দুই বিরোধী দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। বেশ কয়েকজন দুষ্কৃতি আইনজীবীদের পোশাক পরে আদালতে প্রবেশ করে।


এদিকে জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সেই মামালার জের ধরেই আজ তাকে আদালতে আনা হয়। তখনই বিরোধীরা গুলি ছোড়ে। গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। এই ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে পুলিশ।

রোহিনীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’’

গোগীর বিরুদ্ধে একটি মামলার শুনানি ছিল শুক্রবার। আদালতের ২০৭ নম্বর ঘরে সেই শুনানি চলছিল বিচারপতি গগনদীপ সিংহের এজলাসে। আদালতকক্ষ তখন একটু একটু করে ভরে উঠেছে। এ পাশে ও পাশে দাঁড়িয়ে কয়েক জন আইনজীবী। কিন্তু আইনজীবীদের বেশেই যে ওই ভিড়ের মধ্যে গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর লোকেরা হাজির ছিল সেটা আদালতের কেউই আঁচ করতে পারেননি। বলা ভাল, কারও ধারণাতেই আসেনি যে আইনজীবীর বেশে সাক্ষাৎ যমের মতো হাজির গোগীর উপর হামলাকারীরা। দুষ্কৃতীরা জানত, আইনজীবীর বেশে গেলে কেউ টেরই পাবেন না। তা ছাড়া আদালত চত্বরে প্রবেশ করা আরও সহজ হবে। আর হলও তাই। নিঃশব্দে সকলের অলক্ষে আগে থেকেই ২০৭ নম্বর ঘরে ঢুকে শিকারের জন্য অপেক্ষা করছিল তারা।

Exit mobile version