তালেবানের প্রথম সংবাদ সম্মেলন কাবুলে

কাবুলে মঙ্গলবার সন্ধ্যায় কিছুক্ষণ আগে সমাপ্ত তালেবানের প্রথম সংবাদ সম্মেলনে মুখাপত্র যবিহুল্লাহ বলেছেন, সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার গঠন করতে চায় তালেবান। আর শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবেন আফগান নারীরা।
 
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো আফগানকে অতীতে দখলদারদের সহযোগিতার অপরাধে ডেকে আনা বা বিচার করা হবে না। সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং যেসব বিরোধী নেতা দেশ ত্যাগ করেছেন, তাদেরকেও আফগানিস্তান গঠনে তালেবানের সহযোগী হয়ে কাজ করার জন্য ফিরে আসার আহবান জানানো হয়েছে।
 
মুখপাত্র প্রতিশ্রুতি দেন, এখন থেকে আফগানিস্তান হবে মাদকমুক্ত একটি দেশ। আফগানিস্তান থেকে একটি অস্ত্রও সীমানার বাইরে কোথাও যাবে না।
 
সবমিলিয়ে তালেবানের এই প্রথম সংবাদ সম্মেলন ছিল ইতিবাচক এবং নানারকম এমন প্রতিশ্রুতিতে আশা জাগানিয়া, যা বিশ বছর আগের তালেবানের কাছে আশা করা যেত না।
সূত্র
Tamim Raihan

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button