Site icon World 24 News Network

তালেবানদের বোধোদয় হয়েছে

রাজনৈতিক নেতাদের সাথে তালেবান নেতাদের বৈঠক

আফগানিস্তানে তালেবানদের উত্থানে একটা শংকা কাজ করছিল যে নতুন করে আবার ব্যাপক রক্তপাত শুরু না হয়। তবে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, তাতে মনে হয় তালেবানরা ঠেকে শিখেছে। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং কোনো প্রতিশোধ গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে। নারী ও সংবাদকর্মীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বড় উদার ও ইতিবাচক।

আমার বিশ্বাস, তারা যদি তাদের কথাবার্তায় সততা রক্ষা করতে পারে তাহলে তারা টিকে যাবে এবং আল্লাহ তায়ালা তাদের দেশ পরিচালনার সুযোগ দান করবেন। রসুলল্লাহ সা. মুসলমানদের জন্য আদর্শ। মক্কা বিজয়ের পর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং সবাইকে ইসলাম গ্রহণের সুযোগ করে দিয়েছিলেন।

নেলসন ম্যান্ডেলা ক্ষমা করার মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা ও দেশ গড়ার সুযোগ পেয়েছিলেন। ক্ষমার শক্তি অসাধারণ। কোনো কিছু এর সাথে তুলনীয় নয়। আল্লাহ তায়ালা কুরআন মজিদে অসংখ্যবার ক্ষমার কথা বলেছেন। অন্যায়ের জবাব যদি ভালো দিয়ে দেয়া হয় সেক্ষেত্রে আল্লাহ বলেন, তাহলে তোমাদের জানের দুশমনরা প্রাণের বন্ধু হয়ে যাবে।

আল্লাহপাক আমাদের ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করুন। আমিন।

Exit mobile version