কাতারের দোহা থেকে রওয়ানা হয়ে আজ বিকেলে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছেছেন মোল্লা বেরাদারসহ শীর্ষ তালেবান নেতারা। প্রায় দুই দশক কাতারে অবস্থানকারী মোল্লা বেরাদার দোহা ত্যাগের আগে সাক্ষাত করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলথানির সাথে।
কাতার থেকে কান্দাহার গেলেন তালেবান নেতারা

কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও তালেবান নেতা মোল্লা বেরাদার