ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ শুধু ‘কূটনীতির’ মাধ্যমে সমাধান করা যেতে পারে। ইউক্রেনের জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তৃতায় তিনি মন্তব্য করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী হতে পারে তাঁর দেশ।
ইতোমধ্যেই মারিওপোল শহরে ইউক্রেনীয় বাহিনীর সর্বশেষ অবস্থান আজভস্তাল ইস্পাত কারখানায় বিজয় ঘোষণা করেছে রাশিয়া। এখন সেভেরোদোনেৎস্ক এবং এর আশপাশে প্রচণ্ড লড়াই চলছে।
পুরো লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা বাড়িয়েছে রুশ বাহিনী।
বিবিসি জানিয়েছে, মারিওপোলে যুদ্ধের সমাপ্তি ঘটার কারণে সেখানকার রুশ সৈন্যদের অন্যত্র মোতায়েন করা হতে পারে এবং পূর্বাঞ্চলে আক্রমণ তীব্র করার ক্ষেত্রে তাদের ব্যবহার করার সুযোগ পাচ্ছে মস্কো।
স্থানীয় গভর্নর সেরহাই হাইদাই বলেছেন, রুশ বাহিনী সেভেরোদোনেৎস্ককে ‘ধ্বংস’ করে দিচ্ছে। ধীরে ধীরে রুশ বাহিনী ওই অঞ্চল ঘিরে রেখেছে।