মিশরে বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের শিক্ষাসফর
লোহিত সাগরের রাণী HURGHADA (গারদাকা) সমুদ্র সৈকত।
ভৌগলিক সীমারেখার সব থেকে সুন্দর সমুদ্র লোহিত সাগর এবং তার রাণী গারদাকা/হারগাদা। যার ওপারেই রয়েছে, সৌদী আরব। আল-কুরআনের অধিকাংশ ঘটনা যে সমুদ্রকে কেন্দ্র করে। মারাজাল বাহরাইন, আসহাবে সাবত, বনি ইসরাইল, মূসা (আ:) ও খিজির (আ:) যত ঘটনা ও সেইসাথে ফেরাউনের সলিল সমাধি।
অত্যন্ত সফল ভাবে সম্পন্ন হল, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মিশর এর এবারের বাৎসরিক রেহলা। যেটি ছিলো ২৪ ও ২৫ ই ফেব্রুয়ারি। তথা শুক্রবার ও শনিবার।
চেয়ার কোচ মার্সিডিজ ব্রান্ড ২০২২ মডেলের দুইটি গাড়িতে ১০০ জনের কাফেলার আমাদের যাত্রা শুরু হয়ে ছিলো, ভোর চারটায় মাদিনাতুল বুয়ুস আল-ইসলামিয়্যাহ এর পাশ থেকে। এরপর কখনো সাহারা মরুভূমির বুক চিরে, কখনো পাহাড়ের মাঝ পথ ধরে, কখনো লোহিত সাগরের তীর ঘেঁষা পথে, রাতের নিস্তবদ্ধতা ভেঙ্গে, সাহারার মাঝে সূর্যদয় দেখতে দেখতে চোখ মেলে দেখি, এক অনন্য পৃথিবী। চারিদিকের সবকিছু যেন শিল্পীর তুলিতে আঁকা। হারগাদা তার যৌবনের পূর্ণ রূপ ঢেলে দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। এক অপূর্ব আমেজ নিয়ে শুরু হল আমাদের হারগাদা ভ্রমণ।