ঢাকায় এখন শ্রীলঙ্কা ক্রিকেট দল
দুই ম্যাচ টেস্ট সিরিজ একটি চট্টগ্রামে অন্যটি মিরপুরে
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায় পৌঁছেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী ররিবার সকাল সাড়ে ১১টায় আসার কথা থাকলেও সাড়ে ১২টায় পৌঁছায় দলটি।
১৫ মে চট্টগ্রামে আর ২৩ মে ঢাকায় শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ দুটি। এর আগে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।
সেই ম্যাচের প্রতিপক্ষ বিসিবি একাদশ ঘোষিত হয়েছে গতকাল।
মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন ১৪ সদস্যের সেই দলে বাংলাদেশের টেস্ট স্কোয়াডের একজনই আছেন, মোসাদ্দেক হোসেন। আছেন সদ্যই টেস্ট দল থেকে বাদ পড়া পেসার আবু জায়েদ রাহি ও ওপেনার সাদমান ইসলাম। টেস্ট দল থেকে আরো আগে বাদ পড়া সাইফ হাসানও ডাক পেয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে।
প্রস্তুতি ম্যাচের দল : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।