এই প্রথম টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের নবম সিরিজ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ঘরের মাঠের দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সেরা নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে শুরুটা এলোমেলো হলেও জয়ের পথে এগিয়ে খুব একটা বেগ পোহাতে হয়নি বাংলাদেশকে। নাঈম শেখের ২৯ রানের পর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। এরপরও বাংলাদেশকে খেলতে হয় ১৯.১ ওভার পর্যন্ত।
সিরিজের আগে মিরপুরের উইকেট ১৫০-১৬০ রানের মনে হয়েছিল মাহমুদ উল্লাহর। কিন্তু সেই তিনি গতকাল উইনিং স্ট্রোক খেলেছেন ম্যাচের ৫ বল আগে। যদিও টার্গেট ছিল মোটে ৯৪ রান। এতে বাংলাদেশ দলের একমাত্র লক্ষ্যও পূরণ হয়েছে। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজও জেতা হয়ে গেছে। আগামীকাল অনুষ্ঠেয় শেষ ম্যাচে ব্যবধানটাই শুধু নিশ্চিত হবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাসমান সাগরের ওপারের অস্ট্রেলিয়ার মতো কিউইদের ভাগ্যেও ৪-১ লেখা আছে!
টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের নবম সিরিজ জয়। একাধিক ম্যাচের সিরিজ এর আগে বাংলাদেশ জিতেছে পাঁচটি। যেসব সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি ছিল, এমন সিরিজ জয় আছে তিনটি।
এর আগে বাংলাদেশের জেতা সিরিজগুলো হচ্ছে- জিম্বাবুয়ে ১-০ (২০০৬), ওয়েস্ট ইন্ডিজ ১-০ (২০১২), আয়ারল্যান্ড ৩-০ (২০১২), পাকিস্তান ১-০ (২০১৫), ওয়েস্ট ইন্ডিজ ২-১ (২০১৮), জিম্বাবুয়ে ২-০ (২০২০), জিম্বাবুয়ে ২-১ (২০২১) ও অস্ট্রেলিয়া ৪-১ (২০২১)।