ওয়ার্ন হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যুবরণ করেছিলেন
কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সে মারা গেছেন
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা গেছেন। কোহ সামুইয়ের থাই ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ডুলিয়াকিট উইত্তয়াচন্যাপং জানান, ওয়ার্ন হাসপাতালে পৌঁছার আগেই মৃত্যুবরণ করেছিলেন।
শনিবার এক বিবৃতেতে থাই ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক বলেন, ‘রোগীটি (ওয়ার্ন) টিউব দেওয়া অবস্থায় ছিল। আমরা তার চেতনা ফেরাতে চেষ্টা করেছি এবং ৪৫ মিনিট ধরে সিপিআর সরবরাহ করেছি।
কর্তব্যরত চিকিৎসক জানান যে, তিনি (ওয়ার্ন) হাসপাতালের পৌঁছার আগেই মারা গিয়েছিলেন। ’
হাসপাতালে নেওয়ার আগে, কোহ সামুইয়ের বিলাসবহুল সামুজানা ভিলাতে ছিলেন ওয়ার্ন। ওয়ার্নের মৃত্যুর পর শনিবার ফরেনসিক তদন্ত কর্মকর্তারা সেই সামুজানা ভিলা পরিদর্শন করছেন। ওয়ার্নের মৃত্যুটি সন্দেহজনক না হলেও তদন্ত কর্মকর্তারা ভিলাটি পরিদর্শন করছেন এবং ওয়ার্নের বন্ধুদের সঙ্গে কথা বলছেন।
১৯৬৯ সালে জন্ম গ্রহণ করা ওয়ার্নের টেস্ট অভিষেক হয়েছিল ১৯৯২ সালে, সিডনিতে ভারতের বিপক্ষে। পরের বছর ওয়েলিংটনে হয় ওয়ানডে অভিষেক। ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এর ৩২৫টি আবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের পাশাপাশি ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।