Site icon World 24 News Network

২০২২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি ভারত

ক্রিকেটে আবারো মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ২০২২ সালের ৬ মার্চ নিউজিল্যান্ডের তৌরাঙ্গায় আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বকাপ শুরু হবে ৪ মার্চ। তৌরাঙ্গার বে ওভালে প্রথম ম্যাচে খেলবে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

পরের দিন হ্যামিল্টনের সেডন পার্কে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ৩১ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে আটটি দল বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য লড়বে।

আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০ এ তাদের অবস্থানের ভিত্তিতে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড আয়োজক দেশ হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

এই টুর্নামেন্টটি হবে লীগ ফরম্যাটে। এখানে আটটি দেশ একবারই একে অপরের মুখোমুখি হবে। লীগ শেষে শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

Exit mobile version