Site icon World 24 News Network

রেকর্ড হারিয়েও নাদালের অর্জনে মহাখুশি যে সুপারস্টার

সংগৃহীত

চোটের বিরুদ্ধে লড়াইয়ে থাকা টেনিস কিংবদন্তি রজার ফেদেরার এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। চার বছর আগে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি। ধীরে ধীরে সেই সংখ্যা ছুঁয়ে ফেলেন রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। ফেদেরারের সেই রেকর্ড এবার পেরিয়ে গেলেন নাদাল।

রেকর্ড হারিয়েও নাদালের অর্জনে মহাখুশি এই সুইস সুপারস্টার।

বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রাফায়েল নাদাল। হাঁটুর চোটের কারণে টেনিস থেকে দূরে থাকলেও নাদালের ম্যাচ দেখতে ভুলে যাননি ফেদেরার। ম্যাচ শেষ হতেই নাদালের উদ্দেশে ফেদেরার লিখেছেন, ‘কী অসাধারণ ম্যাচ! বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আমার বন্ধু এবং পরম শত্রু রাফায়েল নাদালকে শুভেচ্ছা। কয়েক মাস আগেও আমরা একে অপরকে মজা করে বলেছিলাম যে, কীভাবে আমাদের জীবন ক্রাচের উপর নির্ভরশীল হয়ে গেছে। সেই কঠিন অবস্থা থেকে তুমি কী অসাধারণভাবে ঘুরে দাঁড়ালে!’

ফেদেরার আরও লিখেছেন, ‘সত্যিকারের চ্যাম্পিয়নকে কখনও ছোট করে দেখা উচিত নয়। আমার এবং বিশ্বের অগণিত মানুষের কাছে তোমার কঠোর পরিশ্রম, দায়বদ্ধতা এবং লড়াকু মানসিকতা একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমার সঙ্গে এই সময়টা ভাগ করে নিতে পেরে এবং তোমাকে আরও সাফল্য পাওয়ার জন্য উজ্জীবিত করতে পেরে আমি গর্বিত। গত ১৮ বছর ধরে তুমিও আমার জন্যে সেটাই করেছ। আশা করি ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করতে পারবে। তবে তার আগে এই অর্জনটা উপভোগ কর। ‘

Exit mobile version