Site icon World 24 News Network

বিশ্বকাপে ফিলিস্তিনের পতাকা !

তিনি একজন নোবেল জয়ী। তিনি একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। 2011 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। তিনি ইয়েমেনের তাওয়াক্কোল কারামান। এবারের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে তিনি ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতার সঙ্গে সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করলেন।
স্বাধীন ফিলিস্তিনের পতাকা হাতে নোবেল বিজয়ী আরব মুসলিম মহিলা।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রি–কোয়ার্টার পর্বের ম্যাচে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছিল মরক্কো। জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন হাকিমি–জিয়েশরা। স্পেনকে হারানোর পর হাকিমিরা এই জয় উদযাপন করল প্যালেস্টাইনের পতাকা হাতে। মুসলিম সম্প্রদায়ের ওপর ইজরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে কানাডা ম্যাচ শেষেও একইভাবে জয় উদযাপন করেছিল মরক্কো। ঐতিহাসিক জয়ের পর ফের একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ইজরায়েলের বর্বরতার বিষয়টি তুলে আনল উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো।
স্পেনকে হারিয়ে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ‌সেলিব্রেশন মরক্কোর
Exit mobile version