জর্ডানের কাছে ৫ গোল খেয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাই শুরু করল বাংলাদেশ। বিপরীতে একটা গোলও দিতে পারেনি সাবিনা-কৃষ্ণারা। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে আছে জর্ডান। বাছাইয়ের জন্য উজবেকিস্তান যাওয়ার আগে নেপালের কাছেও হেরেছিল সাবিনারা।
আজ রবিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচের ৩৫তম মিনিটে এগিয়ে যায় জর্ডানের মেয়েরা। গোল করেন শাহনাজ জেবরিন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন বানাজাইদ আল বিতার। দ্বিতীয়ার্ধে মাইশা জিয়াদ জেবারাহ ১৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে যায়।
জর্ডান অধিনায়ক মাইশা জিয়াদ গোলগুলো করেছেন ৬২, ৬৭ ও ৭৭তম মিনিটে। ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বাছাইয়ে সবকটি ম্যাচ হেরেছিল বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে বাংলাদেশ বাছাইপর্বে অংশ নেয়নি। এবারও মেয়েদের শুরু হলো বড় হার দিয়ে। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।