ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর নতুন র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ইংল্যান্ড নেমে গেছে দুইয়ে।
রবিবার রাতে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পায় ভারত।
এই জয়ের পর তাদের রেটিং পয়েন্ট এখন ২৬৯। ইংল্যান্ডের রেটিং পয়েন্টও ২৬৯। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে অবস্থান রোহিতবাহিনীর। সমান পয়েন্ট থাকা দুই দলই সমান ৩৯ ম্যাচ খেলেছে। যেখানে ভারতের পয়েন্ট ১০ হাজার ৪৮৪। অপরদিকে, ইংল্যান্ডের পয়েন্ট ১০ হাজার ৪৭৪।
তিনে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ২৬৬। ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ছয় নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ২৪৯। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে আটে রয়েছে আফগানিস্তান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা। টাইগারদের অবস্থান দশে। ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে জিম্বাবুয়ে।