Site icon World 24 News Network

আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল

যুব এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। আগামীকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় ক্রিকেটারদের বহনকারী বিমানটি ঢাকা ছাড়বে। এই দলে সুযোগ পেয়েছেন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তানজিম হাসান ও রকিবুল হাসান। এশিয়া কাপে খেলার পর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ।

দলের ম‍্যানেজার আবু এনাম মো. কাউসার বলেন, ‘গতবার যখন আমরা গিয়েছিলাম তখন ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম এবার পুরনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করব। কোভিডের কারণে আমরা যেমন এবার প্রস্তুতি নিতে পারিনি তেমনি বাকি দলগুলোও পারেনি। তবে কয়েকটি সিরিজ খেলায় আমাদের ভালো প্রস্তুতিই হয়েছে।’

তানজিম সাকিব আর রকিবুলকে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমত আপনাকে দলের দিকে দেখতে হবে। টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার। আমাদের যে কম্বিনেশন, তাতে খুবই তরুণ একটি দল। আইনগতভাবে খেলার জন্য তারা উপযোগী। দুজনের যে অভিজ্ঞতা, এটা টিমের মধ্যে যদি দেওয়া যায়, আপনারা দেখেছেন তারা কীভাবে ভারতে কামব্যাক করেছে। দলে শুধু ঘাটতি ছিল অভিজ্ঞতার। তাই তানজিম ও রকিবুলের দলে ফেরা গুরুত্বপূর্ণ।’

Exit mobile version