৪০তম বিসিএসের ভাইভা শুরু ১৯ সেপ্টেম্বর
করোনা মহামারির কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা (সাধারণ ক্যাডার) শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিল গত ১৬ ফেব্রুয়ারি। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় তা আর হয়নি।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।