হযরত জোন শাহ’র ৫০০তম উরস

কাশ্মীরের অনন্তনাগে পালিত হল সুফি সাধক হযরত জোন শাহ'র ৫০০তম উরস

সুফি সাধক হযরত জোন শাহ’র ৫০০তম উরস উপলক্ষে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লার উমরংসো এলাকা এবং তার আশেপাশের বেশ কিছু জায়গায় বহু ভক্ত দিবসটি পালন করেছেন। সংবাদ সংস্থা এএনআই-এর বরাত দিয়ে সাইফি ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, করোনাভাইরাস মহামারির কারণে বিধি মেনেই তারা উরস পালন করেছেন বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর অনন্তনাগ জেলার উমরংসো গ্রামে অবস্থিত সুফি সাধক হযরত জোন শাহের সমাধিস্থলে উরস উদযাপন করা হয়।

ইসলামী পণ্ডিতদের মতে, সুফি সাধক হযরত জোন শাহ ছিলেন বিখ্যাত সুফি সাধক বাবা হায়দার রেশির অন্যতম সঙ্গী। জানা গেছে, উরস দিবসে বিপুল সংখ্যক ভক্ত মাজারে ভিড় করেছিলেন এবং বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছিলেন।

নারী-পুরুষ, শিশু এবং বয়স্করা সেখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ নামাজ আদায় করেছেন। সেখানকার তত্ত্বাবধায়ক মৌলবি মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা এই সুফি সাধকের ৫০০তম উরস উৎসব উদযাপন করছি।

তিনি আরো বলেন, পাশের অনেক গ্রামের মানুষ এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। বহু মানুষ এখানে রাতের বেলা নামাজ পড়েছেন। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও শান্তির বাণী প্রচার করেছিলেন সুফি সাধক হযরত জোন শাহ।

আফ্রিকার ইসলামী চিন্তাবিদ ড. আবদুল কাদির আর নেই

সূত্র
এএনআই, সাইফ ডটকম

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button