মিশরে ঈদুল আজহা ২৮শে জুন

আফছার হোসাইন (কায়রো-মিশর থেকে) 

মিশরে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গিয়েছে, ২৭শে জুন পবিত্র হজ্জ ২৮ শে জুন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।‌

নীল নদ আর পিড়ামিড এর দেশ মিশরসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮শে জুন‌ রোজ বুধবার মিশর, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

Darul IFTA Egypt

আজ রবিবার (১৮ই জুন) মিশর প্রজাতন্ত্রের ফতোয়া বোর্ড দার ইল- ইফতা’র প্রধান ও দেশটি গ্রান্ড মুফতি ড.শাওকি ইব্রাহিম আবদেল করিম আল্লাম‌ ঘোষণা করেন ১৯শে জুন (সোমবার) জিলহজ মাসের ১ম দিন।

মিশর ও সৌদি আরবে জিলহজ্বের চাঁদ দেখা গেছে

শাফী মাজহাবের অনুসারী মিশরীয়রা অনেকেই আগামীকাল থেকে টানা নয় দিন রোজা পালন করবেন। তবে জিলহজ মাসের ৯ তারিখ আরাফার দিন (ইয়াওমুল আরাফা) মিশরের সিংহভাগ মানুষ রোজা থাকেন।

Eid Mubarak! The crescent 🌙 for the month of Dhul Hijjah 1444 has been sighted in Saudi Arabia 🇸🇦.

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়

আফছার হোসাইন

বিশেষ প্রতিনিধি ও কলামিস্ট, মিশর

এই বিভাগের আরো সংবাদ

Back to top button