আগামী ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা। রসুলল্লাহ সা. নিজে রোজা রেখেছেন ও সাহাবিদের রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই দিনটি ছিল স্বৈরশাসক ফেরাউনের কবল থেকে হজরত মুসা আ. ও বনি ইসরাইলদের মুক্তি লাভের দিন। ইহুদিরা নাজাত দিবস হিসেবে দিনটি পালন করতো ও শুকরিয়াস্বরূপ রোজা রাখতো।
রসুলুল্লাহ সা. ইহুদিদের থেকে পার্থক্য করার জন্য ৯ ও ১০ তারিখ রোজা রাখার কথা বলেছেন। ৯ তারিখ বৃহস্পতিবার (রসুলুল্লাহ সা. সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন)। আসুন, আমরা দুইদিন রোজা রাখি।
আশুরা আমাদের কাছে আরো যে কারণে গুরুত্বপূর্ণ, তা হলো প্রিয়নবী মুহাম্মদ সা.-এর প্রিয়তম দৌহিত্র ইমাম হোসাইন রা. কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক সপরিবারে শাহাদাৎ বরণ করেন। আমরা আল্লাহর দরবারে তাঁদের জন্য দোয়া করি ও তাঁদের হন্তা জালেমদের বিরুদ্ধে বদদোয়া করি এবং সকল জালেমের ধ্বংস কামনা করি।
আল্লাহপাক যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের তৌফিক দান করুন।