আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন
কুরআনের পাঠ
- শ্রুতিলিখন- ০৮/০৫/২০২২ প্রফেসর তোহুর আহমদ হিলালী।
ধানমন্ডি মসজিদ উত তাকওয়ায় ফজর বাদ সুরা আলে ইমরানের ১৪৬ নং আয়াত উদ্ধৃত করে (আল্লাহ সবরকারীদের ভালোবাসেন)-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা আব্দুল হাফিজ মারূফ।
তিনি সুরা বাকারার ১৫৫ নং আয়াতও উদ্ধৃত করে বলেন আল্লাহ সবরকারীদের সুসংবাদ দিয়েছেন। সবরকে তিনি তিনভাবে ব্যাখ্যা করেন।
এক. আল্লাহর হুকুম পালনে সবর। সকালে আরামের ঘুম ত্যাগ করে মসজিদে হাজির হওয়ার জন্য ধৈর্য দরকার। ধৈর্যশীল ছাড়া আল্লাহর হুকুম প্রতিপালন করতে পারে না। সকল ইবাদত-বন্দেগিতে কষ্ট রয়েছে। কষ্ট সহ্য করে ইবাদত-বন্দেগিতে একনিষ্ঠ হওয়ার জন্য ধৈর্য অপরিহার্য।
দুই. শয়তান এই দুনিয়াটাকে লোভনীয় করে তুলে ধরে। আনন্দ উপভোগের হাজারো উপকরণ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকে। আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে অর্থাৎ সকল হারাম বর্জন করার জন্যও ধৈর্যধারণ দরকার।
৩. নানাবিধ বিপদাপদ মানুষের উপর আপতিত হয়। রোগ-শোক, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি, শত্রুর আক্রমণ নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্থায় হতাশ না হয়ে বা আল্লাহকে দোষারোপ না করে বিপদ থেকে উত্তরণের চেষ্টা করা এবং আল্লাহর সাহায্য কামনা করে ধৈর্য অবলম্বনকারীকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন।
আল্লাহপাক যাকে ভালোবাসেন তার কোনো ভয় নেই। আল্লাহর পাশাপাশি ফেরেশ্তারা তাকে ভালোবাসেন এবং মানুষও ভালোবাসেন।
আল্লাহপাক আমাদেরকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করুন।