Site icon World 24 News Network

সকল চাওয়া মহান রবের কাছেই

সংগ্রহীত প্রতিকী ছবি

আসুন, আমাদের সকল চাওয়া মহান রবের কাছেই পেশ করি

আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। বান্দা ডাকলে তিনি শুনেন এবং জবাব দেন। আমার-আপনার কোনো চাওয়া তিনি অপূর্ণ রাখবেন না। যদি দুনিয়ায় না পাই তাহলে আখেরাতের জন্য জমা করে রাখবেন। সেদিন আমি-আপনি পেয়ে মহা খুশি হয়ে যাবো। তাই আল্লাহর কাছে চাইতে থাকুন। বারবার চাইতে থাকুন।

রমজান মাস নিকটবর্তী। আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে ক্ষমা করতে চান। দরকার গুনাহ থেকে ফিরে আসা। এখনই তওবা করুন। অতীতের সকল গুনাহ ক্ষমা করে নিন। না না, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না। এখন তওবা করে সন্ধ্যার মধ্যে মারা গেলে আমার-আপনার নসিবে জান্নাতের ফায়সালা হয়ে যেতে পারে।

আল্লাহর ক্ষমা লাভের সহজতম উপায় হলো তাঁর বান্দাদের ক্ষমা করা।

দৌড়াও আল্লাহর ক্ষমা এবং আসমান ও জমিন সমান প্রশস্ত জান্নাতের দিকে। তা রয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি তারা (অনেক গুণের মধ্যে) যারা নিজেদের ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে দেয়। আলে ইমরান ১৩৩-১৩৪

হাদিসের ভাষায় – যে তার ভাইকে ক্ষমা করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে ক্ষমা করবেন।

আমরা নম্র ব্যবহার করি ও ক্ষমা করি আমাদের পরিবার থেকে। স্বামী-স্ত্রী, পিতা-পুত্র, ভাই-বোন এবং আল্লাহর সকল বান্দাকে। ক্ষমার মধ্যেই রয়েছে কল্যাণ।

Exit mobile version