ফেসবুক ওপেন করলে সবচেয়ে বেশি চোখে পড়ে মৃত্যু সংবাদ। আমি চেষ্টা করি দোয়া করার। এছাড়া পরিচিত জনদের মৃত্যু সংবাদ বন্ধুদেরকে অবহিত করাসহ দোয়া কামনা করে পোস্ট দেই।
রসুলল্লাহ সা. জানাজা ও দাফন কাফনে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন ও প্রভূত সওয়াবের কথা বলেছেন। প্রতিটি মৃত্যু আমাদের এই বার্তাই পৌঁছে দেয়, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তাঁরই কাছে ফিরে যাবো (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজেউন)। দুর্ভাগ্য, এটি শুধু মুখে আউড়ে শেষ করি, আমি যে ফিরে যাবো তা অন্তরে অনুভব করি না।
শিশু-কিশোর-যুব-বৃদ্ধ সববয়সী মানুষ মৃত্যুর মিছিলে শামিল। আমি জানি না, কখন আমার ডাক আসে? শয়তান মানুষকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে। দুনিয়া পাওয়ার আকাঙ্ক্ষায় সে আর হালাল-হারামের কোনো বাছবিচার করে না। জুলুমেরও কোনো সীমা পরিসীমা নেই। সমাজ থেকে জুলুম নির্মুল করার জন্য রাষ্ট্রযন্ত্র, দুর্ভাগ্য মুসলিম নামধারী রাষ্ট্রসমূহ সেই রাষ্ট্রশক্তি ব্যবহার করে তার নাগরিকদের উপর জুলুম করছে। আল্লাহর কাছে এটি একটি অসহনীয় বিষয়।
আল্লাহর কাছে জুলুমের চেয়ে বড় অপরাধ আর নেই। জুলুম অর্থ কারো হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করা অর্থাৎ শিরক করা সবচেয়ে বড়ো জুলুম।
মানুষের জানমাল, মান-ইজ্জত সবই পবিত্র এবং যে হরণ করে সেই জালেম। চরম হতভাগা, আখেরাতে সে হবে সবচেয়ে নিঃস্ব, হতদরিদ্র। নিজের সকল পুণ্যকর্ম মজলুমকে দেয়ার পরও অবশিষ্ট কিছু থাকবে না। মজলুমের গুনাহ নিজের কাঁধে নিয়ে বড়ো অপমানের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
হে আল্লাহ! তুমি আমাদের মাঝে মৃত্যু ভয় জাগ্রত করো ও সকল ধরনের জুলুম থেকে হেফাজত করো। আমিন।