Site icon World 24 News Network

একটু ভাবুন!

আপনি সরকারি/কোম্পানির একজন কর্মচারী। অফিসে হাজিরা দেন না বা কোনো নির্দেশনা মানেন না। এমতাবস্থায় আপনার চাকরি থাকা বা বেতন-ভাতা প্রাপ্তি কি আদৌ সম্ভব?

পরস্পরের প্রতি দায়িত্ব পালন না করলে বা আপনার স্ত্রী আদেশ পালনে প্রতিনিয়তই অবহেলা করলে আপনাদের স্বামী-স্ত্রীর (চুক্তি) সম্পর্ক কি বজায় থাকবে?

এই যদি সত্য হয় (অর্থাৎ চাকুরি না থাকা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙ্গে পড়া) তাহলে প্রতিনিয়ত আল্লাহর হুকুম অমান্য করার (হতে পারে নামাজ না পড়া বা পর্দা না মানা বা সুদ-ঘুষ থেকে বিরত না হওয়া) পরিণতিতে কি আপনি আর আল্লাহর বান্দা থাকতে পারেন বা আপনার পক্ষে জান্নাতের প্রত্যাশা করা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আপনি নাস্তিক হলে আমার কোনো কথা নেই।

প্রতিনিয়তই মৃত্যু দেখছেন বা সংবাদ শুনছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রজেউন’ পড়ছেন এবং জানাযায় শরীক হচ্ছেন। পৃথিবীতে আপনার জীবনটা খুবই স্বল্পস্থায়ী এবং এখান থেকে চলে যাওয়ার পর আর কখনই ফিরে আসবেন না। ফলে ভুল সংশোধনের কোনো সুযোগ থাকবে না। তাই অপেক্ষা না করে আল্লাহর কাছে দ্রুত ফিরে (তওবা) আসুন। বেঁচে থাকতেই সুযোগ। আল্লাহ তাঁর বান্দাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন।

হে আল্লাহ! তুমি আমাদের উপলব্ধি দান করো এবং বান্দা হয়ে চলার তৌফিক দাও।

Exit mobile version