Site icon World 24 News Network

আজ শনিবার মিসর সহ আরব বিশ্বে রোজা শুরু হলো

Egypt.DarAlIfta.Eng

উৎসব মুখর ঐতিহ্য অনুযায়ী মিসরের সর্বোচ্চ ফতোয়া বোর্ড ‘দারুল ইফতা’ সহ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার কথা জানিয়েছে। রমজানের চাঁদ দেখা গেছে মর্মে ‘দারুল ইফতা মিসর’ও আলাদাভাবে আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

এ হিসেবে আজ ২ এপ্রিল, শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হলো। আর আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশেও মাহে রমজানের চাঁদ দেখা গেছে। সুতরাং আগামীকাল থেকে বিশ্বের বাকি দেশগুলোতেও যথাযোগ্য মর্যাদায় রোজা পালন করবে সারা বিশ্বের মুসলমানরা।

আমিরাতে শুক্রবার মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে শনিবার রমজান শুরু হওয়ার কথা জানানো হয়।

এদিকে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রমজান মাস শুরু হবে।

সৌদি রাজকীয় কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার, ২ এপ্রিল হবে রমজানের প্রথম দিন। সৌদি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা ব্যক্তিদের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগুলো খতিয়ে দেখার পরে সরকার নিশ্চিত করেছে যে চাঁদ দেখা গেছে।

Exit mobile version