ঈমানদার নারীর জন্য সুসংবাদ

সেসব নারী ভাগ্যবতী। অভিনন্দন তাদেরকে

যে সব নারী পর্দা মেনে চলে আল্লাহপাক দুনিয়ার জীবনে তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি প্রদান করেছেন। ইনশা-আল্লাহ আখেরাতেও তারা নিরাপত্তা পাবেন। সুরা আল আহজাবের ৫৯ নং আয়াতে আল্লাহপাক বলেছেন, পর্দানশীন নারীকে চেনা যায় (সম্ভ্রান্ত) এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। সত্যিই, সেসব নারী ভাগ্যবতী। অভিনন্দন তাদেরকে।

বর্তমানে নারী নানাভাবে লাঞ্ছনার শিকার। নারীর প্রতি সহিংসতা ও লাঞ্ছনার অন্যতম কারণ পর্দাহীনতা। তাই আসুন, সকল লাঞ্ছনা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর ফরজ বিধান আমরা আমাদের (নারী-পুরুষ) লজ্জাস্থান (সতর) আবৃত করে রাখি ও নিজেদের নিরাপত্তা সংরক্ষণ করি এবং ফরজ বিধান পালনের মাধ্যমে আল্লাহর প্রিয়ভাজন বান্দা হই।

হে আল্লাহ! তুমি দয়া করে আমাদের উপলব্ধি দান করো এবং পর্দা মেনে চলার মাধ্যমে তোমার অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করো।

হে রব! তোমার বড়ো আদরের সৃষ্টি নারীর প্রতি সদয় হওয়ার জন্য সকল পুরুষের মাঝে উপলব্ধি দান করো।

প্রফেসর তোহুর আহমদ হিলালী

কলামিস্ট এবং সাবেক ভাইস প্রিন্সিপাল, কুষ্টিয়া সরকারী কলেজ

এই বিভাগের আরো সংবাদ

Back to top button