Site icon World 24 News Network

আলাপচারিতা

হাসপাতালে গেলে সেটি উপলব্ধি করা যায়।

ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে লিফটে উঠলাম। সেখানে কেবল আমাদের ইমাম সাহেব ছিলেন। আমি তাঁর সন্তানদের কুশলাদি জানতে চাইলাম। তিনি বললেন, আলহামদু লিল্লাহ। সবাই ভালো।

আমি বললাম, সুস্থতা আল্লাহ তায়ালার বড়ো নেয়ামত। হাসপাতালে গেলে সেটি উপলব্ধি করা যায়।

ইমাম সাহেব বললেন, হ্যাঁ। তিনি আরো বললেন, আজকাল সন্তান জন্মদান হাসপাতাল ছাড়া যেন সম্ভবই নয়।

আমি বললাম, এর অন্যতম কারণ মহিলাদের শারীরিক পরিশ্রম না করা। আমার চারটা ছেলেমেয়ের জন্ম হয়েছে বাসায়। বর্তমানে মহিলারা রান্না-বান্না করতেও রাজি নয়। শারীরিক পরিশ্রমের সাথে সুস্থতার নিবিড় সম্পর্ক রয়েছে।

জবাবে ইমাম সাহেব বললেন, মহিলারা তো হাঁটাচলা করেই না আমরা পুরুষরাও হাঁটতে চাই না।

প্রতিত্তোরে আমি বললাম, পাঁচ ওয়াক্ত নামাজ উদ্দেশ্যে মসজিদে আসা-যাওয়ার মাধ্যমে পুরুষদের কিছুটা পূরণ হয় কিন্তু মহিলারা সেই সুযোগটাও পায় না।

সাথে পর্দাহীনতা সম্পর্কে বললাম, আমাদের বর্তমান যা অবস্থা তাতে মনে হয় এই একটি কারণেই (পর্দাহীনতা) আমরা আটকে যাবো। শুধু বেপর্দা নারী-পুরুষই নয়, সাথে তারা তাদের অভিভাবকদের নিয়েই জাহান্নামে যাবে। এই প্রসঙ্গে তেমন আলোচনাও লক্ষণীয় নয়।

ইমাম সাহেব পুরোপুরি একমত পোষণ করলেন এবং আমরা উভয়ই মসজিদে প্রবেশ করলাম।

Exit mobile version