হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। ফিচারটির সাহায্যে আর্কাইভ করা চ্যাটগুলো চিরকালের জন্য মিউট করতে পারবে ব্যবহারকারীরা। সেই সঙ্গে ফিচারটি তাদের জন্য খুবই উপকারী, যারা কোনো নির্দিষ্ট ব্যক্তির চ্যাট গোপন রাখতে চায়। 

সম্প্রতি এই মেসেজিং প্ল্যাটফর্মটি তাদের আর্কাইভ চ্যাট ফিচার রোল-আউট করেছে। ফিচারটি আগে আইফোন ব্যবহারকারীদের জন্য ছিল। এবার এটি অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হলো। নতুন আর্কাইভ চ্যাটস সেটিংসে যেসব ব্যক্তির মেসেজ আর্কাইভ করা আছে তা আর্কাইভ চ্যাটস ফোল্ডারেই থাকবে, এমনকি যদি সেই নম্বর থেকে কোনো একটি নতুন মেসেজ আসে তাহলেও সেটি মূল চ্যাট লিস্টে দেখা যাবে না।

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button