Site icon World 24 News Network

পৃথিবী থেকে ১৫ লাখ কিঃমিঃ দূরে ‘উড়ন্ত’ মানমন্দির জেমস ওয়েব জায়গামতো বসল

সংগৃহীত

উৎক্ষেপণের ৩০ দিন পর নাসার শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে প্রায় ১০ লাখ মাইল দূরে মহাকাশে এর নির্ধারিত অবস্থানে পৌঁছেছে। সেখান থেকে এটি মহাবিশ্ব পর্যবেক্ষণ করবে।

জেমস ওয়েব টেলিস্কোপ যে স্থানটিতে পৌঁছেছে তা ল্যাগ্রাঞ্জ পয়েন্ট ২ নামে পরিচিত। পাঁচ মিনিটের একটি সংক্ষিপ্ত ‘থ্রাস্টার বার্ন’ এর মাধ্যমে একে কাছেই একটি কক্ষপথে স্থাপন করা হয়।

পৃথিবীতে থাকা নিয়ন্ত্রণকারীরা এখন এক হাজার কোটি ডলার ব্যয়ে নির্মিত টেলিস্কোপটিকে ধীরে ধীরে বিজ্ঞান গবেষণার জন্য প্রস্তুত করে তুলবেন। এটি আগামী জুন বা জুলাই মাসে কাজের জন্য সম্পূর্ণ তৈরি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়েবের প্রধান প্রকৌশলী চার্লি অ্যাটকিনসন জানান, এখন মূল কাজগুলোর মধ্যে রয়েছে ‘উড়ন্ত’ এ মানমন্দিরের চারটি যন্ত্র চালু এবং বিশেষ করে এর সাড়ে ৬ মিটার চওড়া প্রধান প্রতিফলকটিসহ আয়নাগুলোকে ফোকাস করা।
হাবল মহাকাশ টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব টেলিস্কোপ অনেক বেশি শক্তিশালী।

এটি দিয়ে মহাবিশ্বের সূচনার ইতিহাস আরও ভালোভাবে জানা যাওয়াসহ অনেক গবেষণা করা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

Exit mobile version