ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন নতুন মাধ্যমে

চালু করেছেন ‘ট্রুথ মিডিয়া’ নামে নতুন এক যোগাযোগ মাধ্যম

টুইটার, ইউটিউব আর ফেসবুকে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চিরতরে নিষিদ্ধ হওয়ার পর নিজেই চালু করেছেন ‘ট্রুথ মিডিয়া’ নামে নতুন এক যোগাযোগ মাধ্যম।

সেই প্ল্যাটফর্মের অ্যাপ আনুষ্ঠানিকভাবে আজ থেকে পাওয়া যাবে অ্যাপলের অ্যাপ স্টোরে। ‘ট্রুথ মিডিয়া’ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকারও করেছে। এর মধ্য দিয়ে এক বছরেরও বেশি সময় পর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পকে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, অ্যাপটি গত বুধবার পর্যন্ত ০.৯ সংস্করণে ছিল। তবে এটি এখন ১.০ সংস্করণে আছে। এর মানে হচ্ছে অ্যাপটি সর্বসাধারণের জন্য প্রকাশের জন্য প্রস্তুত।

সম্প্রতি ট্রুথ মিডিয়ায় ট্রাম্পের করা প্রথম পোস্টের স্ক্রিনশট তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সম্প্রতি টুইটারে শেয়ারও করেছেন। মজার বিষয়, ট্রুথ মিডিয়ার ইন্টারফেস দেখে সবাই সেটাকে বলছেন টুইটারের কপি।

সূত্র
রয়টার্স

অনলাইন ডেস্ক

সংবাদটি এবং সংযুক্ত মিডিয়া (ছবি-ভিডিও-গ্রাফ) বিভিন্ন দেশীয় অথবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা হতে সংগ্রহীত অথবা অনুবাদকৃত। এর কোন কৃতিত্ব অথবা কপিরাইট আমাদের নয়।

এই বিভাগের আরো সংবাদ

Back to top button