মার্কিন ফার্স্ট লেডীর মসজিদ পরিদর্শন
ঐতিহাসিক আল-আযহার মসজিদে জিল বাইডেন।
গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট জো- বাইডেনের স্ত্রী, ফাস্ট লেডী জিল বাইডেন পরিদর্শন করলেন হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ মিশরের আল-আযহার মাসজিদ ।
মসজিদটিতে প্রবেশের আগে আযহারের বিশিষ্ট ইসলামী স্কলার তাকে মসজিদে প্রবেশে ইসলামের সুমহান সৌন্দর্য, শিষ্টাচার ও পবিত্রতা সম্পর্কে অবহিত করলে তিনি লম্বা পোশাক ও স্কার্ফ পড়ে নিজেকে আবৃত করে মসজিদে প্রবেশ করেন।
এসময় বিশ্বের সুপার পাওয়ারের সহধর্মিণীর হাতে তুলে দেওয়া হয় মহাগ্ৰন্থ পবিত্র আল-কুরআন ও পরিচয় করিয়ে হয় আল-আযহারের হাজার বছরের ইসলামী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতির সাথে।
ফাস্ট লেডী জিল বাইডেন আল- আযহার কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে আল-আজহার মসজিদে নিয়ে আসার জন্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আমরা একে অপরের ধর্ম গুলোকে জানা বুঝার মাধ্যমে সত্য, ভালোবাসা, ন্যায়বিচার ও ক্ষতিপূরণের জন্য আমাদের সদিচ্ছা দ্বারা একটি সাধারণ ভিত্তি খুঁজে পেতে পারি এবং নিজেদের ঐক্যবদ্ধ করতে পারি।