Site icon World 24 News Network

পিরামিডে গুপ্ত করিডোর আবিষ্কার

সপ্তাশ্চর্যের একটি মিশরের পিরামিডে নতুন রহস্যের সন্ধান

বৃহস্পতিবার মিশরীয় পুরাকীর্তি কর্তৃপক্ষ ৪,৫০০ বছরের পুরোনো খুফু পিরামিডের ভিতরে একটি লুকানো করিডোর আবিষ্কারের তথ্য প্রকাশ করেছে ৷ পূর্বে এটা চেওপসের পিরামিড বা গ্রেট পিরামিড নামে পরিচিত ছিল ৷

আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল খুফুর পিরামিডের প্রবেশদ্বারের উপরে সিলকরা চেম্বারটি খুঁজে পেতে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেছেন৷ এরকম আরও চেম্বার আবিস্কারের আশা করছেন তারা৷

মিশরের প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস ও পর্যটন মন্ত্রী আহমেদ ইসা চেম্বার আবিস্কারের এই ঘোষণা দেন৷ আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয়েছে স্ক্যানপিরামিডস প্রকল্পের বিজ্ঞানীদের৷

সংগৃহীত

বিজ্ঞানীরা বলছে, নয় মিটার দৈর্ঘ্য এবং দুই মিটার প্রশস্ত চেম্বারটি বাইরে থেকে প্রবেশ করা যায় না৷ ছোট ছিদ্র তৈরি করে ভিতরের ছবি ধারন করে সেখানে কি আছে তা তারা বোঝার চেষ্টা করা হচ্ছে৷ কেন এই চেম্বার তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে তারা কোনো ধারণা করতে পারছেন না৷

‘‘চেম্বারের শেষে রয়েছে দুটি বড় চুনাপাথর৷ এখন প্রশ্ন হলো, সেই পাথরগুলোর পিছনে এবং চেম্বারের নীচে কী রয়েছে,’’ জানিয়েছেন স্ক্যানপিরামিডস প্রকল্পের নেতৃস্থানীয় সদস্য ক্রিস্টোফ গ্রোস৷

মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির এই বিশেষজ্ঞ অনেক লুকায়িত তথ্য আরিস্কার করার আশা প্রকাশ করেছেন৷

খুফু পিরামিড কায়রোর ঠিক বাইরে অবস্থিত৷ ফেরাউন, যিনি খ্রীষ্টপূর্ব ২৫০৯ থেকে ২৪৮৩ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন, তার নামে নামকরণ করা হয় খুফু পিরামিডের৷

Exit mobile version